স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ খেলতে দেড় সপ্তাহ আগে কাতার যেতে চান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস এখন ছুটিতে ইংল্যান্ড আছেন।
আগামী ৩, ৭ ও ১৫ জুন কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে এই ম্যাচটি তিনটি ছিল বাংলাদেশের হোমম্যাচ।
কিন্তু করোনাভাইরাসের কারণে খেলা পিছিয়ে দিয়ে সেন্ট্রাল ভেন্যুতে নিয়ে যায় এএফসি। এর আগে গত ৪ ডিসেম্বর দোহা গিয়ে কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলে এসেছে জামাল ভূঁইয়ারা।
হাতে দেড় মাসেরও কম সময় আছে। জাতীয় দল নিয়ে পরিকল্পনা কী? জানতে চাইলে শনিবার সন্ধ্যায় ইংল্যান্ড থেকে জেমি ডে জাগো নিউজকে বলেছেন, ‘আমি অন্তত দেড় সপ্তাহ আগে দল নিয়ে কাতার যেতে চাই। বাফুফেকে এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছি। দেড় সপ্তাহ আগে কাতার গেলে সেখানকার পরিবেশের সঙ্গে খেলোয়াড়রা খাপই খাইয়ে নিতে পারবে।’
৩০ এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ছুটিয়ে কাটিয়ে ঢাকা ফেরা প্রসঙ্গে জেমি বলেছেন, ‘বাফুফে যখন আসতে বলবো চলে আসবো। এর মধ্যে এএফসি কাপের ম্যাচ আছে। আমার অনেক খেলোয়াড় বসুন্ধরা কিংসের সঙ্গে মালদ্বীপ থাকবে। আবাহনী কোয়ালিফাই করলেতো আরো বেশি হবে।’
সে ক্ষেত্রে কাতার যাওয়ার সম্ভাব্য সময় কী হতে পারে? বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘জেমির ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে যারা মালদ্বীপ থাকবেন তারা ওখান থেকেই কাতার চলে যাবেন। বাকিদের ঢাকা থেকে কাতার নিয়ে যাবেন কোচ ও অন্যান্য অফিসিয়ালরা।’