আমার খোকা

16

শেখ একেএম জাকারিয়া :

আমার খোকা রমজান এলে
রাখে তিরিশ রোজা,
সারা বছর নামাজ পড়ে
চলে সরল সোজা।

কোরান পড়ে হাদিস পড়ে
আমরা যেমন পড়ি,
বাড়ি-গাড়ি চায় না খোকা
চায় না টাকা কড়ি।

সাহরি খেতে যখন জাগি
খোকাও ঠিক জাগে,
তাহাজ্জুদের নামাজ পড়ে
খোকা সবার আগে।

ফরজ নামাজ করতে কায়েম
মসজিদে যায় নিত্য,
আমার খোকা সত্যবাদী
অনেক উদার চিত্ত।

সবার সাথেই সুসম্পর্ক
গরীব কিবা ধনী,
নরম-সুরে কয় যে কথা
কী-যে মধুর ধ্বনি।