কাজিরবাজার ডেস্ক :
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতেও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তা-কর্মচারীরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছে সংস্থাটি।
দেশের সবকিছু বন্ধ থাকার পরও কিভাবে কাজ করবে দুদক এমন ব্যাখ্যাও দিলেন সংস্থাটির কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান। গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি খবরে তিনি বলেন, সর্বাত্মক লকডাউনেও দুদক স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম অব্যাহত রাখছে।
দুদকের এই কমিশনার আরও বলেন, শুধু মাত্র ফাইল বা ডেস্ক ওয়ার্কেই দুদক সীমাবদ্ধ থাকবে না। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ গোয়েন্দা, অনুসন্ধান ও তদন্ত যে কোনো পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালন করে যাবে।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে কোভিড সংক্রমণ প্রথমবারে মত শনাক্ত হলে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক।