সাঁটারে ‘নক’ করলেই পাওয়া যায় পণ্য !

9

স্টাফ রিপোর্টার :
লকডাউনে বন্ধ থাকা নগরীর মহাজনপট্টির কিছু দোকানের সাঁটারে ‘নক’ করলে দোকান খুলে পণ্য বিক্রয় করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এমন চিত্র দেখা যায়। এ সময় প্রায় অর্ধশত দোকানের একটি সাঁটার খুলে ব্যবসা পরিচালনা করতেও দেখা গেছে।
সিলেটসহ সারাদেশে করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত হয় গতকাল শুক্রবার। এ সময়ে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার নিয়ম থাকলেও এমন নীতির কোন তোয়াক্কা করছে না নগরীর মহাজনপট্টির ব্যবসায়ীরা। অধিকাংশ ব্যবসায়ীরা দোকানের সাটার বন্ধ রেখে মালামাল বিক্রি করছেন। দোকানের সাঁটারে নক করলে ভেতর থেকে সাড়াশব্দ মিলতেও দেখা গেছে। এ সময় কিছু লাগবে কি-না এমন জিজ্ঞেস করা হচ্ছে বাহিরে থাকা ‘নক’ করা ক্রেতাদের। এছাড়া অনেক দোকানের বাহিরে কর্মচারীদের ঘোরাফেরা করতে দেখা গেছে। ক্রেতাদের দেখলে তারা জিজ্ঞেস করে কিছু লাগবে কি-না। এ সময় ক্রেতা কিছু কিনতে চাইলে দোকানের ভেতরে ক্রেতাদের প্রবেশ করে সাটার লাগিয়ে দেয়া হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা পণ্যের বাড়তি দাম নিচ্ছেন বলে ক্রেতাদের রয়েছে অভিযোগ।