জগন্নাথপুরে কৃষকদের মধ্যে ধান বীজ ও সার বিতরণ

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ২০২১-২২ মৌসুমের জন্য আউশ প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে সরবরাহকৃত বীজ ও সার বিতরণ করা হয়। ১৪ এপ্রিল বুধবার বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার প্রমুখ।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, আউশ প্রণোদনা হিসেবে জনপ্রতি ৫ কেজি করে উন্নতমানের ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার মোট ২ হাজার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।