শাহিন আলম সরকার
বর্ষা ঝরে ভাঙা ঘরে, বলি সত্য কথা।
পানি পড়ে ভিজে যায়, যেন শুষ্ক কাঁথা।
ঘরের মেঝেতে যেন, জল যায় ভরে।
তার সাথে ছোট ছেলে, যেন মজা করে।
জলের উপরে জল, ঘর বেয়ে পড়ে।
টুপটাপ শব্দ হয়, দুয়ারে তা গড়ে।
বুক কাঁপে বজ্রপাতে, ভাঙা ঘর বলে।
কখন কি হয় যেন, মন উড়ে ডালে।
দুঃখ বাড়ে রাত তরে, যদি বর্ষা ঝরে।
বৃষ্টি ফোটা ভারে যেন, ঘুম যায় দূরে।
সারা রাত ঘুম হারা, বিছানায় বসে।
ভেজা ঘর ভেজা কাঁথা, মন যেন ভাসে।
বৃষ্টি যেন কান্না হয়ে, ঝরে দুঃখ কোলে।
আঁধারের সাথে বৃষ্টি, ঝরে তালে তালে।