কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট ৩নং দীঘিরপার পূর্ব ইউপি বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী আব্দুস শহিদ আর নেই। গতকাল শনিবার নিজ গ্রাম ঠাকুরের মাটি জামে মসজিদে আছরের নামাজ আদায়রত অবস্থায় মৃত্যুর মুখে লুটিয়ে পড়েন তিনি। (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুস শহিদ দীঘিরপার ইউপি বিএনপির সভাপতি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পূর্বে সড়কের বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ছিলেন। দীঘিরপার ইউনিয়ন পরিষদের ২ বারের ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দিনের সরকারী বিরোধী আন্দোলনের জের ধরে বিএনপি নেতা আব্দুস শহিদের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। মামলার কারণে শারীরিক ভাবে তিনি কিছুটা অসুস্থ অবস্থায় দিন যাপন করছিলেন। আজ রবিবার সকাল ১০ টায় সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা মাঠে আব্দুস শহিদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এদিকে বিএনপি নেতা আব্দুস শহিদের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ অসংখ্য মানুষ তার বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।