রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আল-ইখওয়ানের মানববন্ধন

36

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত গণহত্যা, জাতিগত নিধন, প্রতিদিন হাজার হাজার মুসলমানদের নির্মম নির্যাতন এবং বসত-ভিটার ঘর-বাড়ী আগুনে জ¦ালিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবার বাদ আসর সিলেট সদর উপজেলার শাহপরান গেইটে আল-ইখওয়ান ইসলামী যুব পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আলতাফ হুসাইন ও মাওলানা আলী আসগরের যৌথ সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা রায়হান উদ্দীন হামিদী, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা উমর ফারুক, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম বিলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জাহিদ উদ্দীন চৌধুরী, আহসান হাবীব দবীর মাওলানা হাফিজ খালেদ আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা জুবের আহমদ, মাওলানা শাকিল আহমদ, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আজিজুর রহমান, খালেদ আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ বাবর, ফাহিম আহমদ, আব্দুল আহাদ, কামিল আহমদ কাওছার আহমদ ফখরুল ইসলাম, সালাউদ্দীন, শাকিল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইফুর রহমান এবং শেষে নাঈমুদ্দীনের মোজাতের মাদ্যমে মানববন্ধন সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি