ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের বসত বাড়ির কেয়ারটেকার মহিলাকে উত্যক্ত ও নির্যাতনসহ মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে নির্যাতিতা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তরা হল, উপজেলার উমরপুর গ্রামের মৃত আজর উল্লার ছেলে ছালিক মিয়া, পুত্র আব্দুল আলিম, মুকিদ মিয়া,মেয়ে সালমা বিবি ও স্ত্রী নেওয়া বিবি এবং একই গ্রামের মৃত ছাইম উল্লার পুত্র আতিউর রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের উমরপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বসতবাড়ি দীর্ঘ দিন ধরে দেখাশুনাসহ কেয়ারটেকারের দায়িত্ব পালন করছেন প্রবাসীদের নিকট আত্মীয় স্বামী পরিত্যক্তা নি:সন্তান জাহেরা বেগম। প্রবাসীদের বসত বাড়ি দখলের পাঁয়তারায় ক্ষিপ্ত হয়ে উঠেন পার্শ্ববর্তী বাসিন্দা ও প্রবাসীর দূর সম্পর্কের চাচাতো ভাই ছালিক মিয়াসহ একটি সংঘবন্ধ কুচক্রী মহল। এরই ধারাবাহিকতায় তারা শুরু করে কেয়ারটেকার জাহেরার উপর শারিরিক ও মানসিক নির্যাতন। বিষয়টি নিয়ে ঘরোয়া পরিবেশে একাধিক বার শালিশ বৈঠক হলেও নির্যাতনকারীরা প্রভাবশালী থাকায় কেউই বিষয়টি সুরাহা করতে পারেননি। এক পর্যায়ে অভিযুক্ত আব্দুল আলীম, মুকিদ মিয়া আতিউর রহমান একে অপরের অগুচরে জাহেরাকে বিভিন্ন ভাবে উত্যক্ত করা ছাড়াও জাহেরাকে অনেকটা গৃহবন্দি করে রাখে তারা। ঘটনার দিন গত ৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে জাহেরা বেগম বাড়ির আঙ্গিনায় বের হলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জাহেরার উপর হামলা চালায় এবং এলোপাতারি মারপিট করে তার ঘরে থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় অভিযুক্তরা জাহেরাকে পাজাকোলা করে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাহেরাকে তাদের কবল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বাজার এলাকায় চিকিৎসকের কাছে প্রেরণ করেন। এ ব্যাপারে নিরুপায় হয়ে কেয়ারটেকার ওই মহিলা বাদি হয়ে ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী মহিলা জাহেরা বেগম জানান, তারা আমার খালাতো ভাই বোনের বসতবাড়িসহ সায় সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে উঠে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছে। ওরা প্রভাবশালী থাকায় স্থানীয় কেউ এদের নির্যাতনের প্রতিবাদ করতে সাহস পায় না। আমি থানায় অভিযোগ দেয়ায় তারা আমাকে গুমসহ প্রাণে হত্যার প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে। যে কোন সময় অভিযুক্তরা আমার বড় ধরণের ক্ষতি করতে পারে। এ ব্যপারে আমি থানা পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই স্বাধীন বলেন,অভিযোগ পেয়ে ওসি সাহেবের নির্দেশক্রমে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সার্বিক বিষয় তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।