স্ত্রীর যৌতুকের মামলায় গ্রেফতারকৃত স্বামী কারাগারে

9

স্টাফ রিপোর্টার :
এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে স্ত্রীর দায়েরকৃত যৌতুকের মামলায় স্বামী সালেহ আহমদকে (৩২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সালেহ এয়ারপোর্ট থানার টিয়ারবাড়ী গ্রামের মৃত সফর আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এরআগে শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিন রাতে ভুক্তভোগী গৃহবধূ (২৪) এয়ারপোর্ট থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সালেহ আহমদ ছাড়া আসামীরা হচ্ছেন টিয়ারবাড়ী গ্রামের মৃত সফর আলীর পুত্র জহির আলী (৫৮) ও তার স্ত্রী মোনাক্কা বেগম (৫০)।
মামলার এজহারে উল্লেখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, সালেহ আহমদের স্ত্রী (২৪) যৌতুক দাবি ও মারধরের অভিযোগ এনে শনিবার এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, যৌতুকের জন্য তার স্বামী সালেহ আহমদ, শ^শুর জহির আলী ও শাশুড়ি মোনাক্কা বেগম তাকে মারধর করে জখম করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বি.এম. আশরাফ উল্যাহ তাহের জানান, মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী সালেহ আহমদকে গ্রেফতার করে।