সুনামগঞ্জে ৬ ব্যবসা-প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
মেয়াদ উত্তীর্ণ ও ভেজালদ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে সুনামগঞ্জে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ এপ্রিল) যৌথ অভিযানে এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি মোঃ আব্দুল্লাহ এবং মোঃ শফিকুল ইসলাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা, এর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনাকরে মেয়াদ উত্তীর্ণ ও ভেজালদ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে রিচমুন কনফেকশনারী’কে ৮ হাজার টাকা, মধুবন মিস্টি বিপনী’কে ২ হাজার টাকা, জুমা স্টোর’কে ৩ হাজার টাকা, রাজু স্টোর’কে ৪ হাজার টাকা, মিজান ফার্মেসী’কে ৬ হাজার টাকা, এবং আল মদিনা স্টোর’কে ৩ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।