সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন

6
জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের আয়োজিত শহীদ শামসুদ্দিন বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বল কর্মসূচি পালন করা হয়।

সিলেটে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন শহিদ শামসুদ্দীন বধ্যভূমিতে আলোক প্রজ¦লন কর্মসূচির আয়োজন করা হয়। ২৫ মার্চ কালোরাত্রিতে নিহত শহিদদের স্মরণে আলোক প্রজ¦লনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ; পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ; মহানগর আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ; জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান; মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী ও ভবতোষ রায় বর্মণ; সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ। শিশু-কিশোর, তরুণ শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী; সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুুুুুুুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর পূর্বে বিকাল ৪:০০টায় জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিনৃত্যনাট্য, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও দেশাত্মবোধক বাউলগান পরিবেশন করেন শিল্পীরা। বিজ্ঞপ্তি