স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়া প্রায় ৩০০ কেজির বাগাড় মাছটি ৪ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল বুধবার কেটে কেজি দরে সেটি বিক্রি করা হয়। প্রতি কেজি ২৫০০ টাকা দরে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা বিল্লাল হোসেন।
মাছটি বিক্রির জন্য গত মঙ্গলবার দুপুরে নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী লালবাজারে তোলা হয়। মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে বাগাড়টি। বেলা দুইটার দিকে মাছটি লালবাজার মাছের আড়ৎতে নিয়ে আসা হয়।
এদিকে, বাজারে বিশাল আকারের বাগাড় মাছ আনার খবর শুনে অনেক উৎসুক মানুষ ভিড় জমান। এ সময় অনেককে মুঠোফোন দিয়ে ছবি তুলতে দেখা গেছে। আবার কেউ কেউ মাছটি ছুঁয়েও দেখছেন।
মৎস্য ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আমি ও আমার ভাই আনোয়ার হোসেন মিলে মাছের ব্যবসা করি। এর আগেও বেশ কয়েকটি বড় বাগাড় মাছ এনে বিক্রি করেছি। সাধারণত এত বড় মাছ আস্ত কেনার কেউ থাকে না। এ জন্য কেটে কেজি দরে বিক্রি করতে হয়। তিনি জানান, মাছটি ২৮০ কেজি ওজনের ছিলো। গতকাল বুধবার এটি কেটে কেটে কেজি দরে ৪ লক্ষা টাকায় বিক্রি করি। প্রতি কেজি ২৫০০ টাকা। শুধু মাথা বিক্রি করি ১ হাজার টাকায়।