শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে – এডভোকেট নাসির খান

7
মুজিববর্ষ উপলক্ষে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুজিববর্ষ লগো সম্বলিত ছাতা বিতরণ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এক সময় মেয়েদের পড়ালেখা করতে দেয়া হতো না। কিন্তু বর্তমান সরকারের যুগোপযোগি পদক্ষেপের কারনে এখন গ্রামে গঞ্জেও মেয়েরা লেখাপড়া করছেন। শিক্ষার্থী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমেছে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার হার বাড়াতে অভিভাবক সহ সকল মহলের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি ২৩ মার্চ মঙ্গলবার দুপুরে এলজিএসপি ৩ (বিবিজি)-১ম আওতায় মুজিব বর্ষ উপলক্ষে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুজিব বষের্র লোগো সম্বলিত ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ এর সভাপতিত্বে ও আলা উদ্দিন মেম্বার এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল উদ্দিন রাসেল, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, সিলেট জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক বাসির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিথুন, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব তাজ উদ্দিন এপলু।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন মেম্বার, ছালিক আহমদ মেম্বার, ফারুক আহমদ মেম্বার,তেতলী ইউনিয়ন ছাএলীগের সাবেক সভাপতি লিটন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, মুরুব্বী তরমুছ আলী,স্বেচ্ছাসেবকলীগ নেতা মির্জা জামাল আহমদ বেগ, যুবলীগ নেতা জুয়েল আহমদ, বলদী যুব কল্যাণ সমিতির সাবেক সভাপতি রুবেল আহমদ, বলদী একতা যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি মিজান আহমদ, ইউনিয়ন সচিব জান্নাতুল ফৌরদোস, উদ্দোক্তা ইমরান আহমদ, হিসাব সহকারী রাজিব দাস প্রমুখ। বিজ্ঞপ্তি