নীল কণ্ঠে :
গগনে আজ বেদনার সুর
নীল কণ্ঠে বাজে,
শিশির ভেজা সোনালী ভোর
সবুজের পতাকা খুঁজে।
গগনে নেই আজ প্রিয়মুখ
কালো মেঘে বিমুখ,
হারিয়ে গেছো অনন্ত অভিযাত্রা
অশ্রু সিক্ত দুচোখ।
তুমি আজ যেন প্রতিচ্ছবি
ধূমকেতুর নীহারিকা,
গগনে তুমি হৃদয়ে তুমি
স্মৃতির অনামিকা।
শূন্য মন্দিরে তবে কেন
তুমিহীন করে পূজা,
নিশিত গগনে ঊষার লগ্নে
তোমার অস্তিত্ব খোঁজা।