সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব – মেয়র আরিফুল হক

9
ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সততার সঙ্গে ব্যবসা করা ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব। ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। এই ভেজিটেবল মার্কেট থেকে সিলেট জুড়ে সবজি সরবরাহ করছে তারা। যার ফলে আমরা স্বল্পমূল্যে সবজি ক্রয় করতে পারছি। তিনি আরো বলেন, মার্কেটের যত সমস্যা রয়েছে তা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন কাজ করবে বলে তিনি আশ^াস প্রদান করেন।
তিনি রবিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য কাজ করে যাচ্ছেন। ব্যবসায়ীরা যাতে করোনার ভাইরাসের মধ্যে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঋণ দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে।
ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মো. আলেক মিয়া, সহ সভাপতি কয়ছর আলী, সাধারণ সম্পাদক রাজু আহমদ এবং সাংগঠনিক সম্পাদক মো. সাদেক আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. সুহেব, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, আল হারামাইন হাসপাতালের পরিচালক অলিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানু, মাওলানা হাবিবুুর রহমান, মকবুল হোসেন মামুন, গোলাম মোস্তফা কামাল, আব্দুল গফফার, আনোয়ারুল হক, ওলিউর রহমান অলি, আবু ছালেহ মো. নাছের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা মো. গোলাম মাওলানা দারা মিয়া, মো. ছালেক মিয়া, মো. বশির মিয়া, মো. রেদওয়ান আহমদ, মো. আলী দুদু মিয়া, মো. জামাল বাদশাহ, মো. সিরাজুল ইসলাম, কার্যকরি কমিটির সহ সভাপতি মো. হারিছ মিয়া, মো. আলা উদ্দিন মিয়া, মো. পংকী মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. জলিল মিয়া, মো. সেলিম মিয়া, মো. দুলাল আহমদ, মো. মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. শফিক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আমির আলী, সহ প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. দিপু মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. জীবন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক নারু দেব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাসুদ কাজী, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, সংস্কৃতি সম্পাদক মো. কবির মিয়া, সহ সংস্কৃতি সম্পাদক মো. তাজুল ইসলাম তাজিল, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জুবেদ আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শাকুর মিয়া, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ ত্রাণ সম্পাদক আবু সুফিয়ান, সদস্য মো. ছমির উদ্দিন, মো. ইউসুফ মিয়া, রিপন বাবু, মো. জোহায়ের আহমদ, মো. বাচ্চু মিয়া, মো. খলিলুর রহমান, মো. আফতাব মিয়া, মো. ছালেক মিয়া, মো. আশরাফ মিয়া, মো. নজির মিয়া, মো. রাজিব মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি