সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মুরারিচাঁদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

6
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মুরারিচাঁদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও হিন্দুপল্লীতে হামলা ও লুটপাটকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে মুরারিচাঁদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২২ মার্চ) মুরারিচাঁদ কলেজের প্রধান ফটকে সকাল ১১টায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। ক্ষতিগ্রস্তদের বাড়ি ঘর পুন:নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ, অমিত দাস, সুজিত রায়, শোভন দাস রনি, হাবিবুল ইসলাম হাবিব, শাহ্ রোখনোজ্জামান, জয় দত্ত, জাহঙ্গীর আলম, তাপস সূত্রধর, অপু তালুকদার, হোসেন আহমদ, নরোত্তম দাস, ছাত্রদল নেতা সেলিম আহমদ সাগর, অনুজ কান্তি দাস, আবির ইসলাম, সাজু আহমেদ, গকুল, রিংকু, জীবন, অর্জুন, জুয়েল, মৌসুমী প্রমুখ। মানববন্ধন চলাকালে মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা, থিয়েটারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি