সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে মরমী সাধক সুন্দর আলী শাহ স্মরণে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ওরস মোবারক সম্পন্ন হয়েছে। ১০ মার্চ বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে নিজ মোকাম প্রাঙ্গণে এ উপলক্ষে দোয়া, জিকির, তবারক বিতরণ ও বাউল গানের আয়োজন করা হয়। এতে দোয়া ও জিকির পরিচালনা করেন সুন্দর আলী শাহর শিষ্য সিরাজুল ইসলাম, আয়না মিয়া, বাউল আলাউদ্দিন, লুৎফুর রহমান, ফিরিজ আলী, ছিতমা বেগম, কাঙ্গাল মিয়া ও আনছারুল হকসহ স্থানীয় ভক্ত আশেকানগণ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গীতিকার ফোরামের সভাপতি গীতিকার বাউল শাহজাহান সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সাধক সুন্দর আলী শাহর বিধবা স্ত্রী বাউল শিল্পী কলছুমা বেগম। পরে রাতব্যাপী বাউল গানের আসরে সুনামগঞ্জের পঞ্চরত্ন বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত,মরমী কবি হাছন রাজা,গানের সম্রাট বাউল কামাল পাশা,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ রচিত সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী রণেশ ঠাকুর,বাউল শাহজাহান সিরাজ,বাউল আল-হেলাল,পাগল আনোয়ার,মোঃ আমির উদ্দিন,সুমি আক্তার, সুমনা আক্তার ও নূর মোহাম্মদসহ আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীবৃন্দ।