মামা বাড়ির প্রকৃতি

19

শাফায়েত হোসেন :

মামা বাড়ির নীল আকাশে মেঘের লুটোপুটি,
মেঘের ভেতর রোদের হাসি বৃষ্টি গেলো ছুটি।
অমল,ধবল,মেঘের পিঠে এলোমেলো কেশ,
ঝুমকোলতা হাওয়ায় দোলে দেখতে দারুণ বেশ।

বনের পাখি, মনের পাখি পেখম মেলে নাচে,
সুরভিত রবির ঝিলিক হাসে কভু গাছে।
পাখির ডানায় মুড়ে আঁকা সবুজ বসুন্ধরা,
ঝিরিঝিরি বইছে বাতাস সুবাস দিয়ে ঘেরা।

পলাশ- শিমুল সবুজ বনে তুমুল মাখামাখি,
রঙ ছিটিয়ে স্বপ্ন দিয়ে উড়ে সকল পাখি।
প্রকৃতি হয় মায়ার বাঁধন মেঘে- রোদের ঢেউ,
রূপের চিঠি পাঠিয়ে দেবে আমার নামে কেউ।

স্বপ্নের ভেলা করে খেলা মাথায় নিয়ে ছাতা,
সবুজ-শ্যামল গাঁয়ের বুকে চিরল-বিরল পাতা।
স্মৃতির পিঠে শোকটা মাখা;হিজল দেশের বন,
পল্লিবালায় দুলছে হাওয়া উদাস পাখির মন।