স্টাফ রিপোর্টার :
সিলেটের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত মঙ্গলবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, শাহপরান থানার মুরাদপুরগ্রামের মৃত ইনছান আলীর পুত্র আব্দুস ছালাম লেদাই (৩৫), একই থানার ৪নং খাদিমপাড়া ১নং রোডের ৫৩ নং বাসার লেবু বকত উরফে সোহেলের পুত্র মেহেদী হাসান অনিক (২৬) ও তার সহোদর জয়নুল হাসান রনি (২৯)।
র্যাব জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপি সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার মামলা নং-১৬/৮৫, তারিখ- ৪/২/২০২১, ধারা-৪২০/৪০৬ পেনাল কোড এর এজহার নামীয় পলাতক আসামী আব্দুসছালাম লেদাইকে গ্রেফতার করে।
এদিকে একই দিন দুপুর সোয়া ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে পৃথক দুইটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ (রঃ) থানা ও শাহপরাণ (রঃ) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে শাহপরাণ (রঃ) থানার মামলানং- ১২২, তারিখ- ০৩ ডিসেম্বর ২০২০, নন জিআর নং-২৬/২০, ধারা-৫০৬ পেনাল কোড এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মেহেদী হাসান অনিক ও জয়নুল হাসান রনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।