বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার হাতের লেখা প্রতিযোগিতা

45

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে হাতের লেখা প্রতিযোগিতা ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর আম্বরখানা দর্শণ দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার সমিতি সিলেট শাখার ডিরেক্টর আহমদ মাসুদ হায়দার জালালাবাদীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি ফজল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন মুজিবুর রহমান (বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, সিলেট শাখা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বিন আব্দুর রশিদ ( সাধারণ সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা), কবির খান ( সহ সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা), খায়রুল আলম সুমন ( সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ নিউজ পোর্টাল এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটি), আব্দুল মালিক ( প্রধান শিক্ষক, দর্শণ দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়), তারেক হাসান ( অর্থ সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা), এ.এস.এম.জি. কিবরিয়া ( সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখা), এম.এ. খান শাহিন ( সদস্য, দর্শণ দেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবী)।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, সিলেট শাখার সভাপতি মুজিবুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশ কম্পিউটার সমিতি দেশের বিভিন্ন স্থানে শিক্ষনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর মধ্যে এই হাতের লেখা প্রতিযোগিতা অন্যতম। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ আরো বাড়বে। শিক্ষার্থীদের মেধার বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতি সবসময় এরকম কার্যক্রম অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি