অশ্বিন-প্যাটেলদের ঘূর্ণিতে ভারতের বিশাল ব্যবধানে জয়

7

স্পোর্টস ডেস্ক :
সিরিজের দ্বিতীয় টেস্টে সফররত ইংল্যান্ডকে লজ্জার হার উপহার দিয়েছে স্বাগতিক ভারত। অশ্বিন-প্যাটেলদের ঘূর্ণিতে ক্রিজে দাঁড়াতেই পারেননি জো রুটরা। চেন্নাই টেস্টে ইংলিশদের বিপক্ষে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বিরাট কোহলি বাহিনী। এ জয়ের ফলে চার ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল রবি শাস্ত্রীর শিষ্যরা। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।
সিরিজের প্রথম টেস্টে জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ২২৭ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। তাই দ্বিতীয় টেস্টটি ছিল ভারতের জন্য সমতায় ফেরার লড়াই। আর ঘটলোও তাই। ভারত দ্বিতীয় টেস্টটি জিতেছে একদিন হাতে রেখেই। তৃতীয়দিনের খেলায় ভারত ২৮৬ রানে অলআউট হলে ইংল্যান্ডের জন্য টার্গেট দাঁড়ায় ৪৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে ৩ উইকেটে ৫৩ রান তুলে জো রুটরা।
চতুর্থদিনের খেলায় আবার ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যান লোরেন্স এবং জো রুট। এদিন ব্যক্তিগত স্কোরে মাত্র ৭ রান যোগ করতে পেরেছেন লোরেন্স। অশ্বিনের বলে আউট হন ২৬ রানে। পরের উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান করতে পেরেছেন ইংলিশ অললাউন্ডার বেন স্টোকস। আবারো ঘাতক সেই অশ্বিনই। ষষ্ঠ উইকেটে খেলতে আসা অলি পোপকে প্যাভিলিয়নে ফেরেন ১২ রানে। অভিষিক্ত অক্ষর প্যাটেলের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের চার উইকেটের তিনটি নিয়েছেন প্যাটেল। আর অন্যটি আরেক অভিষিক্ত ক্রিকেটার কুলদ্বীপ জাদবের। জো রুট আউট হয়েছেন ব্যক্তিগত ৩৩ রানে। শেষদিকে টি-টোয়েন্টি ধাচে ব্যাট করতে থাকা মঈন আলি মাত্র ১৮ বলে ৪৩ রান করে আউট হন। এছাড়া বেন ফোকস আউট হয়েছেন ২ রানে। আর শূন্যরানে ফেরেন স্টোনস। স্টুয়ার্ট ব্রড ২ রান করে অপরাজিত থাকেন।
এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন অক্ষর প্যাটেল। এছাড়া অশ্বিন তিনটি এবং জাদব ২টি উইকেট লাভ করেন।
ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ১৬১ রানের ইনিংসের সুবাদে ৩২৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে মাত্র ১৩৪ রানেই থেমে ইংলিশদের ইনিংস।
প্রথম ইনিংস শেষে ২১৫ রানের লিড নিয়ে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে করে ২৮৬ রান করলে সফরকারীদের জন্য টার্গেট দাঁড়ায় ৪৮২ রান। এই ইনিংসে ভারতের হয়ে ১০৬ রান করে অশ্বিন। ব্যাটে-বলে দ্যুতি ছড়ানো এই ভারতীয় বোলিং অলরাউন্ডার ম্যাচসেরা নির্বাচিত হন।