বড়লেখা থেকে সংবাদদাতা :
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন, এম.পি বলেছেন ২০২১ সালের মধ্যে প্রতি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে, কোন ঘর বিদ্যুতের আলো থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে, যারা টাকার জন্য লেখাপড়া করতে পারছে না, তাদেরকেউপবৃত্তিসহ লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে সরকার।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে ১৪ ফেব্রুয়ারি দুপুরে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে পৌর শহরের জেলা পরিষদ আধুনিক অডিটোরিয়ামে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে ১০ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ১৬৬০টি পরিবারকে পল্লী বিদ্যুতের আওতায় বিদ্যুৎ সংযোগের উদ্বোধন এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, চেক অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতাবহি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১১ লক্ষ টাকার উপবৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ায়ম্যান মো: তাজ উদ্দিন, বড়লেখা পল্লী বিদুত্যের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, এজিএম আশরাফুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আজির উদ্দিন, আব্দুশ সহীদ খাঁন। পরে মন্ত্রী প্রতিবন্ধীদের মধ্যে হাতে চেক, হুইল চেয়ার তুলে দেন।