আগামী ১৫ আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং শোকাবহ আগষ্টের বিভিন্ন কর্মসূচী যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ নিন্মোক্ত কর্মসূচী গ্রহণ করেছে। মহানগর আওয়ামী লীগের শোকাবহ আগষ্টের কর্মসূচীগুলো হলোঃ
৫ আগষ্ট : শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীতে স্বাস্থ্য বিধি মেনে বাদ আছর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ।
৭ আগষ্ট : গ্রেনেড হামলায় নিহত ইব্রাহিম ভাই স্মরণে এবং গুলসান গ্রেনেড হামলা দিবসে সেইদিনের সকল আহত নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চুয়াল সভা।
৮ আগষ্ট ঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে স্বাস্থ্য বিধি মেনে বাদ যোহর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ।
১৫ আগষ্ট ঃ জাতীয় শোক দিবসে সূর্য উদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ।
জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সকাল ১০ টা ৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ।
সকাল ১১টায় গুলশান সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ। তাছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
জাতীয় শোক দিবসে সারাদিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে জাতির জনকের ভাষণ প্রচার।
১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস ও ২১ আগষ্ট ন্যাক্কারজনক গ্রেনেড হামলা দিবসের কর্মসূচী অতিমারী করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।
উক্ত কর্মসূচিতে স্বাস্থ্য বিধি মেনে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে অংশ গ্রহণ এবং ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিজ নিজ উদ্যোগে নিজেদের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী গ্রহণের জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিজ্ঞপ্তি