এইচ এম কবির আহমেদ :
ছোট্ট খোকা তখন থেকেই
অনেক কিছু ভাবে,
দুঃখির মুখে আহার দিয়ে
তারপরে সে খাবে।
একদিন এসে মিষ্টি হেসে
ডাকছে মাগো কই,
বন্ধুদেরকে আনলো বাড়ি
ফেলল যে হৈ-চৈ!
নিজের চাদর দেয় বিলিয়ে
গরিব দুঃখির গায়,
দেশের কথা দশের কথা
ভাবে সর্বদায়।
এমন ছিল খোকার স্বভাব
নিত্য প্রতিদিন,
উপকারে কাটতো বেলা
বাজতো খুশির বীণ।
একাত্তরে গর্জে ওঠে
সেই খোকার-ই হাঁকে
মুক্তিসেনার মেশিন-গানে
ধরলো এবার বাঁকে।
ডিসেম্বরে আসলো বিজয়
হাসলো মাটি প্রাণ,
“মুজিব” শুধু নয় তো তিনি
বঙ্গ ফুলের ঘ্রাণ।