ইন্টারনেটে পোলার্ডের মৃত্যুর গুজব

16

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ সফরে না আসলেও আবুধাবীতে ঠিকই টি-১০ লিগ খেলছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইরান পোলার্ড। ডেকান গ্লাডিয়েটরসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি। কিন্তু মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় পোলার্ড মারা গেছেন এমন খবর দ্রুতই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়ানোর ঘটনা নতুন কিছু নয়। শুক্রবার রাতেও ঘটেছে একই ঘটনা। এবার বলির পাঠা হয়েছেন পোলার্ড। শুক্রবার কয়েকজন ইউটিউবার দাবি করতে থাকেন যে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পোলার্ডের। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে খবরটি। পোলার্ডের মৃত্যুর গুজব সংক্রান্ত মোট চারটি ভিডিও দেখা গেছে ইউটিউবে। ফেইসবুকেও কয়েকটি ভিডিও পাওয়া গেছে। টুইটারেও ছড়িয়ে পড়ে এই মারকুটে ব্যাটসম্যানের মৃত্যুর গুজব।
টি-টেন টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পোলার্ড। বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে টুর্নামেন্টে নামা পুনে ডেভিলসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পোলার্ড করেছেন ৬ বলে ২ রান। ওই ম্যাচে ৭ উইকেটে জিতেছে নাসিরের পুনে ডেভিলস। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য ১৭ বলে ২৪ রান করেছেন পোলার্ড, তাঁর দলও ৬ উইকেটে জিতেছে।