শিক্ষিত বেকারদের স্বপ্ন পূরণ করছে আইটি সেক্টর -আতাউর রহমান পীর

11
‘অনুবীক্ষণ’ আয়োজিত আইটি ট্রেনিং ইন্সটিটিউট এন্ড সার্ভিস প্রোভাইটার অপটিমাইজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর।

সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আতাউর রহমান পীর বলেছেন, বেকারত্ব দূরীকরণে আন্তর্জাতিক আইটি সেক্টরের দরজা খোলা রয়েছে। তাই শিক্ষিত বেকারদের স্বপ্ন পূরণ সহজ পথ আইটি সেক্টর। আন্তর্জাতিক ভার্চুয়াল মার্কেটে বাংলাদেশের মেধাবী সন্তানরা তাদের কর্ম সক্ষমতার মধ্যদিয়ে জায়গা করে দেশের সুনাম অর্জন করছে। ইতোমধ্যে দেশের সরকারী-বেসরকারী পর্যায়ে বিভিন্ন ইন্সটিটিউটে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিজিটাল মার্কেটে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কাজে নিজেকে স্বাবলাম্বি হিসেবে তৈরী করেছে। এই প্রতিযোগিতার বাজারে কাজ করতে নিজেকে তৈরী করার বিকল্প নাই।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুবীক্ষণ আয়োজিত আইটি ট্রেইনিং ইন্সটিটিউট এন্ড সার্ভিস প্রোভাইডার অপটিমাইজার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অপটিমাইজার’র প্রতিষ্ঠাতা মুনতাসির মাহদির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, বিশিষ্ট আইনজীবী মো. রবিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অপটিমাইজারের প্রতিষ্ঠাতা ফারহানা আক্তার, সঞ্চালনা করেন সাইবান সাহাজ। বিজ্ঞপ্তি