ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে গরীব ও দুস্থদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং কৃষকদের মাঝে ধান কাটার ও ধান রোপণ করার যন্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এসব টিন, অর্থ ও কৃষি যন্ত্র বিতরণকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, কৃষকদের উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সার-বীজরে জন্য কৃষকদের এখন আর আহাজারী করতে হয়না। বিগত জোট সরকারের শাসনামলে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে মন্ত্রী-এমপিরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। কৃষিবান্ধব বর্তমান সরকার পর্যাপ্ত সার-বীজ ও পানি সেচের জন্য বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ভর্তুকি দিয়ে সরকার কৃষি সামগ্রী কৃষকদের হাতে তুলে দিচ্ছে। ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে সরকার। এতে কৃষকদের সাথে প্রতারণা করার সকল পথ বন্ধ হয়ে যায়। ৩৬ জন দুস্থ ও অসহায় লোকদের মাঝে ২ বান্ডিল করে ৭২ বান্ডিল ঢেউ টিন, ২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা বিতরণ করা হয়। পরে নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী এবং কালারুকা ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষে ইউপি সদস্য শফিকুল ইসলাম ধানকাটার যন্ত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ধান রোপনের যন্ত্রটি সকল কৃষকদের ব্যবহারের জন্য উপজেলা কৃষি অফিসে উন্মুক্ত করে রাখা হয়। এ ছাড়া গোপাল চন্দ্র দাস, নেপাল চন্দ্র দাস, নিকু দাস, শুক্লা কর, সবুজ মাহমুদ, আশিক মিয়া, হানিফ মিয়া, মাহবুব আলী, গৌছ মিয়া, বিলাল মিয়া, আব্দুল আহাদ, আব্দুল হক, মিনারা বেগম, রহিম উদ্দিন, আসাব বিবি, আব্দুর রহমান, হাফিজ হারুনুর রশীদ, ইশাদ আলী, নুর আলী, আলী হোসেন, আরব আলী, সেলিম আহমদ, মখদ্দুছ আলী, আহসান উদ্দিন, জামালা উদ্দিন, চান মিয়া, পারভিন বেগম, ইসলাম উদ্দিন, খোয়াজ আলী. রোকেয়া বেগম, আলাউদ্দিন, আব্দুর রহমান, কালা মিয়্,া আব্দুল আজিজ, আজমীর আলী ও ছায়রুন নেছার হাতে ২ বান্ডিল করে ঢেউটিন ও ২ হাজার টাকার চেক তুলে দেন এমপি মানিক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, সমাজসেবা কর্মকর্তা এমরান খান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যা আওলাদ হোসেন মাষ্টার, আ.লীগ নেতা আলহাজ্ব সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, এমএ রশিদ, আখলুছ মিয়া মেম্বার, শুকুর আলী, দুর্যোগ ব্যবস্থাপনার সুপারভাইজার আম্বিয়া আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।