ডা. শামসুদ্দিনসহ নিহতদের স্মরণে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া

11

১৯৭১ সালের ৯ এপ্রিলে পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে নির্মমভাবে নিহত ডা. শহীদ শামসুদ্দিন আহমদসহ সকল ডাক্তারদের স্মরণে শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের অধীক্ষক ব্রিগেঃ জেঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ডা. খালেদ মাহমুদ, ডা. মো. আব্দুল কাইয়ূম সহ চিকিৎসক, নার্সিং ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর ডা. শহীদ শামসুদ্দিন আহমদের কবর জিয়ারত শেষে এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাত করা হয় ও বাদ যোহর হাসপাতালের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য; ১৯৭১ সালে ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামল কান্তি লালসহ অন্যান্যরা জীবনের ঝুঁকি নিয়েই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় তারা ব্লাড ব্যাংকের পাশাপাশি তৈরি করেছিলেন বিশেষ মেডিকেল টিম। ১৯৭১ সালের ৯ এপ্রিল হাসপাতালে আক্রমণ করে পাকিস্তানি হানাদান বাহিনী নৃশংসভাবে ৭ জনকে হত্যা করে। ইতিহাসে এটি প্রথম কোনো হত্যাকান্ড যেখানে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের হত্যা করা হয়েছে। কিন্তু ৫১ বছর পরও স্বীকৃতি পাননি অকুতোভয় সেই মানবতার যোদ্ধারা। বিজ্ঞপ্তি