সিলেট জেলা আ’লীগের কমিটিতে কানাইঘাটের ৪ নেতা পদ পেলেন, উচ্ছ্বাসিত নেতাকর্মীরা

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
নবগঠিত সিলেট জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে কানাইঘাট উপজেলার ৪ নেতা স্থান পাওয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর গত শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখা হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট জেলা আওয়ামীলীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দেন। কমিটিতে কানাইঘাট সাতবাঁক ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের বিলুপ্ত কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কানাইঘাটের সন্তান জেলা বিলুপ্ত কমিটির সাংস্কৃতিক সম্পাদক এমাদ উদ্দিন মানিক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান ও কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সদস্য সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডঃ ফখরুল ইসলাম সদস্য নির্বাচিত হওয়ায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে মস্তাক আহমদ পলাশ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তার বলয়ের শত শত নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন। শুক্রবার রাতে তারা কানাইঘাট পৌর শহর সহ বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জেলা কমিটিতে কানাইঘাটের ৪ নেতা পদ পাওয়ায় দলের সভানেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান। এক প্রতিক্রিয়ায় মস্তাক আহমদ পলাশ বলেন ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিভিন্ন সময় দলের বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করেছি। কখনো দলীয় নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা করিনি। আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে দলের জন্য কাজ করেছি। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক তৎপরতার মাধ্যমে সিলেট জেলা আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে নিষ্ঠার সাথে দলের নেতাকর্মীদের সাথে নিয়া কাজ করে যাব।