হট্টগোলের মধ্য দিয়ে ছাতকে আ’লীগের বর্ধিত সভা

18

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলা আওয়ামীলীগের (একাংশ) বর্ধিত সভা হট্টগোলের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে গোবিন্দগঞ্জস্থ তানজিনা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব নিয়ে শুরুতেই সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অধিকাংশ নেতাকর্মী সভাস্থল ত্যাগ করে সভাস্থলের বাহিরে বেরিয়ে আসতে দেখা গেছে।
জানা যায়, সভায় সভাপতিত্ব করার জন্য উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানের নাম মাইকে ঘোষণা করেন আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ। সভাপতির নাম ঘোষনা করার সাথে সাথেই সভায় উপস্থিত কিছু নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। হৈ-ছৈ শুরু করে সভাস্থল থেকে অধিকাংশ নেতা-কর্মীরা বাহিরে বেরিয়ে আসেন। এ সময় দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীকসহ দলের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে বিষয়টির তাৎক্ষণিক নিষ্পত্তি ঘটে। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় আধ ঘন্টা পরে বর্ধিত সভা শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মুরাদ হোসেন, সায়েস্থা মিয়া, বিল্লাল আহমদ। এ সময় আ’লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।