বিজন বেপারী

6

কাল যে খুশির ঈদ :

গগন কোনে উঁকি দিল
কাস্তে বাঁকা চাঁদ,
সাইরেন বাজে মসজিদে ঐ
কাল যে খুশির ঈদ।

সাজায় ব্যস্ত রমনীরা
পার্লারেতে যায়,
দাদা দাদী রঙের বাটি
মাখে চুলের গায়।

নতুন সাজে উঠবে সেজে
যত নারী নর,
বিজলী বাতি মিটি মিটি
দালান কোঠার পর।
রবি হাসে শশী হাসে
খুশি ভুবনময়,
এমন হাসি এমন খুশি
থাকুক বিজন কয়।