ছাদিকুর রহমান
কামুক ইশারায় দিশেহারা মানব মানবী
প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে নিজের সমস্ত সম্ভ্রম
কি উম্মাদ কি পৈশাচিক কি পাশবিক আত্মতৃপ্তি
প্রতিদিন নিয়ম করে বসে প্রাগৈতিহাসিক মহাযজ্ঞ
রমণীর প্রাণ নাথ আর নরের প্রেয়সী
কি অমানুষিক নির্যাতন চলে মনে দিবানিশি
মানব তুমি মানবী তুমি হয়েছ কতটুকু মানবিক
নিজের সত্তা ভুলে গিয়ে চুটছ কেন এদিক সেদিক
কালেগ্রোতে হারিয়ে যাবে একদিন মুছে যাবে পদচিহ্ন
কি বলে শান্তনা দিবে সেদিন এই প্রাগৈতিহাসিক মহাযজ্ঞের জন্য।