আপনার খোঁজে

9

রাকিবুল হাসান রাকিব

আমি আপন খোঁজতে গিয়ে-
যত আপন পর হয়ে যায়।
তার চেয়ে আরও বেশি;
পর মানুষ আপন হয়ে যায়।।
তবুও নিতান্ত ভরসা রাখি;
একদিন তারাও আপন-
হয়ে-আসবে আপনার মাঝে;
সেদিন আপন মানুষের খোঁজে-
দূরে যেতে হবে না।।
আমার পাশে বসে।
চোখ ভিজিয়ে আঁচল ঢেকে-
আপন মানুষের দেখা মিলবে;
আমি আপনার সনে-
আপন খোঁজতে যেতে হবে না।।
আপন জগত ছেড়ে-
আমার পাশে বসে বলবে।
আমারও আপন ছিলে;
সেকথা ভুলি কেমনে।।