হেল্পিং হ্যান্ডস চ্যারিটির সদর উপজেলার ধুপাগুলে মাক্স বিতরণ

19
হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখীর উদ্যোগে সদর উপজেলার ধুপাগুল পয়েন্টে মাক্স বিতরণ করা হচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূর্ব ঘোষিত ১৬০০০ মাক্স বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ৩নং খাদিম নগর ইউনিয়নের ধুপাগুল পয়েন্টে পথচারী সহ সাধারণ জনগণের মধ্যে ৫০০০ মাক্স বিতরণ করা হয়। করোনাকালে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট। সামাজিক দায়বদ্ধতার এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ। তিনি বলেন, প্রবাসে ও দেশে থাকা বন্ধু শুভাকাক্সক্ষীদের সহযোগিতায় হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখীর কার্যক্রম এগিয়ে চলছে। মানবকল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইতিমধ্যে বিভিন্ন দরিদ্র পরিবারের মেয়ের বিবাহ, দরিদ্র অসুস্থদের চিকিৎসা সহায়তা-সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, চৌকিদেখী। উক্ত মাস্ক বিতরণকালে এতে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি বিমল দেবনাথ, ছালিয়ার মেসার্স সোয়েব এল.পি.জি ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকার জাবেদ আহমদ, দারুল হিকমা বয়স্ক শিশু মক্তবের সভাপতি ও হেল্পিং হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেট এর সদস্য আবু সুফিয়ান চৌধুরী, ছালিয়া চেতনা সমাজ কল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সিলেটের সদস্য কবির আহমদ জুয়েল, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর অন্তর্ভুক্ত বিমান বন্দর থানা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো: আল-আমিন, খছরুল আহমদ, সুমন, রিপন, রাজা মিয়া হ্যান্ডস চ্যারিটি চৌকিদেখী সিলেটের সদস্য রাব্বি আহমেদ তানভীর, গোলাম আজম জয় ও ভলেন্টারি ব্লাড ডনেশন অরগানাইজেশান সভাপতি মাহদী হাসান প্রমুখ।। আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, ব্যবসায়ী ও যুব সমাজ। বিজ্ঞপ্তি