গ্রীণ মুভমেন্ট নামে একটি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন সিলেটে যাত্রা শুরু করেছে। খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, পরিবেশের ভারসাম্যতা রক্ষা করুন শ্লোগানকে সামনে রেখে সবুজ আন্দোলন ৭ দফা দাবী নিয়ে কাজ করছে মাঠে।
এ উপলক্ষে সিলেটের একটি রেস্টুরেন্টে জলবায়ু সমস্যা রোধে কয়লার ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বৃদ্ধিতে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সবুজ আন্দোলন সিলেট জেলা সমন্বয়কারী দেবব্রত রায় দীপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় চেয়ারম্যান বাপ্পী সরদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মুকির হোসেন, সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও গ্রীণ বাংলা টিভির এম.ডি মো. ফজলুর রহমান, মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মামুন হাসান, সবুজ আন্দোলনের সিলেট বিভাগীয় সমন্বয়ক দৈনিক আজকের পত্রিকার সিলেটের ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেগম নাজনীন আক্তার কনা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা সংগঠক সোমা রানী নাগ, রহিমা বেগম, সবুজ আন্দোলনের সদস্য বিপ্র দাস বিশু বিক্রম, বিজন চন্দ্র দাস বিজয়, হরিপদ চন্দ্র, মো. নুরুল ইসলাম, আয়েশা রুনা, রাবেয়া আক্তার রিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি