দু’দিনের খেলাঘর

17

জেসমিন সুলতানা চৌধুরী

কেউ সুখে হাসে কেউ জলে ভাসে
কেমন রবের খেলা !
কারো নেই জন রাশিরাশি ধন
এ যেন আজব হেলা।

মায়ার জলসা হারিয়ে ভরসা
রাতদিন ছুটাছুটি,
কখনও রাঁধে কখনও কাঁদে
হীনমনার ভ্রুকুটি।

দুনিয়ার মায়া সাজিয়েছে কায়া
যতনে রতন গড়া,
লোভে পড়ে ভুলে ধনে মানে দুলে
অসময়ে ঝরে পড়া।

আপন স্বজন আছে যতো পণ
সুখের পায়রা যেন,
সেবা দিয়ে যাও ভালোবাসা নাও
নইলে বিরাগ হেন।

যেতে হবে জানে তবু কেবা মানে
দু’দিনের খেলাঘর,
দয়াবান রব মাফী দেবে সব
হলে নতো কাবাঘর।