শরৎ শেষে :
শরৎ শেষ হেমন্ত রূপে
সাজে প্রকৃতির রূপ,
কুয়াশার ঘোর পরে কিছু
পদাঙ্ক রয় ছুপছুপ।
সাদা সাদা কাশফুল গুলো
কুয়াশায় চুপসে যায়,
ফসলের মাঠ পাকা ধানে
হাসে মন সুখ পায়।
পিঠা পায়েস বাড়ি বাড়ি
নতুন ধানের ঘ্রাণ,,
মিষ্টি মধুর ঘ্রাণে আহা!
ভরে হৃদয় প্রাণ।