জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লালমিয়া ও জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপারসন লন্ডন প্রবাসী রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এই শীতবন্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির ও ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ বলেন, শীতের তীব্রতা বৃদ্ধির জন্য অসহায় ও দরিদ্র শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। চলতি শীত মৌসুমে সিলেট নগরীসহ দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন কলোনিতে গিয়ে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি