স্পোর্টস ডেস্ক :
লা লিগায় এবারের মৌসুমে প্রথম হারের স্বাদ পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। হারলেও টেবিলের শীর্ষেই রয়েছে অ্যাতলেটিকো। ১১ ম্যাচ খেলে তাদের বর্তমান পয়েন্ট ২৬। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রিয়াল।
এদিন ম্যাচের ১৫তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। এই ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩তম মিনিটে জান ওবলাকের আত্মঘাতী গোলে ২-০ গোলে লিড নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।
এদিন পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধে গোলে কোনো শট নিতেই পারে অ্যাতলেটিকো। ৮০তম মিনিটে প্রথমবারের মতো তারা টার্গেটে শট নেন। কিন্তু নিগুয়েজের হেড সহজেই প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।
ম্যাচের পর রিয়াল তারকা কারভাজাল বলেন, ‘ম্যাচটি জেতার জন্য শুরু থেকেই আমরা সেরাটা দিয়ে খেলেছি। তাদেরকে আমরা তাদের অর্ধেই ডুবিয়ে রেখেছিলাম।’
অ্যাতলেটিকো অধিনায়ক কোকে বলেন, ‘আমাদের চেয়ে তারা ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে আমরা নিজেদের খেলাটা খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম। গোলের ভালো সুযোগও পেয়েছিলাম। ফুটবল অনিশ্চয়তার খেলা। এখন আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। মৌসুম অনেক বড়। মৌসুমে আমাদের সেরা হতে হবে।’