এম. এ. মান্নানের রোগমুক্তি কামনায় হাওর উন্নয়ন পরিষদ সিলেটের দোয়া মাহফিল

5

হাওর উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে করোনায় আক্রান্ত পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এর রোগমুক্তি কামনায় এক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বাদ আসর জিন্দাবাজারস্থ হাওর উন্নয়ন পরিষদ সিলেটের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মনোরঞ্জন তালুকদার, হাকীম হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ সেলু, ফজলে রাব্বী, আব্দুল মুত্তালিব, আমজাদ হোসেন, সোলেমান খান, ফরমান খান প্রমুখ।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নানের আশুরোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কবি ছাদ আক্কাছ মিয়া। বিজ্ঞপ্তি