স্পোর্টস ডেস্ক :
মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ছেড়েছেন, তার বদলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এখন রবীন্দ্র জাদেজা। কিন্তু নতুন অধিনায়কের অধীনে আইপিএলের এবারের আসরে একদমই ভালো করতে পারছে না চেন্নাই।
টানা চতুর্থ হারের স্বাদ পেয়েছে জাদেজার দল। (শনিবার) তাদের ৮ উইকেট আর ১৪ বল হাতে রেখে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
লক্ষ্য ১৫৫ রানের। অভিষেক শর্মা আর কেন উইলিয়ামস ওপেনিং জুটিতেই জয়ের ভিত গড়ে দেন। ১২ ওভারে তারা তোলেন ৮৯ রান। উইলিয়ামস অবশ্য বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। ৪০ বলে ৩২ করে আউট হন হায়দরাবাদ অধিনায়ক।
তবে অভিষেকের উইলো থেকে বেরিয়ে এসেছে দারুণ এক ইনিংস। ৫০ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭৫ রান করে তিনি যখন আউট হয়েছেন, ১৭ বলে মাত্র ১০ রান দরকার হায়দরাবাদের।
ঝড় তুলেন তিন নম্বরে নামা রাহুল ত্রিপাথিও। ১৫ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। ২ বলে ৫ করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন নিকোলাস পুরান।
এর আগে শেষের ঝড়ে লড়াকু পুঁজি দাঁড় করায় চেন্নাই। ১৮ ওভার শেষে তাদের বোর্ডে ছিল ৬ উইকেটে ১২৫ রান। শেষ দুই ওভারে আর ১ উইকেট হারিয়ে ২৯ রান যোগ করে রবীন্দ্র জাদেজার দল।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না চেন্নাইয়ের। রবিন উথাপ্পা আর রিতুরাজ গাঁইকদ ১৮ বলে গড়েন ২৫ রানের জুটি। উথাপ্পা ১১ বলে ১৫ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর রিতুরাজও সাজঘরের পথ ধরেন ১৬ রানে (১৩ বলে)।
৩৬ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ইনিংসের তখন মাত্র ৫ ওভার পেরিয়েছে। তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে ৫০ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মঈন আলি।
রাইডু ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ইনিংস খেলতে পারেননি। ২৭ বলে ২৭ করে আউট হন এই ব্যাটার। তবে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন মঈন। মাত্র ২ রানের জন্য হয়নি।
৩৫ বলে ৩ চার আর ২ ছক্কায় মঈন ৪৮ করে ফেরার পর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে চেন্নাই। শিভাম দুবে আর মহেন্দ্র সিং ধোনি দুজনই করেন ৩ রান। শেষদিকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা ১৫ বলে ২৩ রানের ইনিংসে লড়াকু পুঁজি এনে দিয়েছেন দলকে।
সানরাইজার্স হায়দরাবাদের ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। টি নটরাজনও ২ উইকেট পেয়েছেন, তবে তার খরচা ৪ ওভারে ৩০ রান।