নয়নমণি

210

মিজানুর রহমান মিজান

শাসন শোষণে
রাখে নিষ্পেশণে
শাসক পাকিস্তানী।।

বৈমাত্রেয় আচরণ
করে যখন তখন
ছাড়লেন হুংকার মুজিব ভাষানী।।

মুজিব ঘুরেন জেলায় জেলায়
একক ভাষণে প্রাণিত বাংলায়
জনগণ হল পেরেশানী।।

সাত মার্চের ভাষণে
যেমন সিংহের গর্জনে
ফুল ফুটে ছড়ায় সুঘ্রাণী।।

বাঙালি মারতে জানে
নয় মাসে অস্ত্রের তানে
বেদিশা বনে পাকিস্তানী।।

ষোল মার্চে স্বাধীন হলাম
দশ জানুয়ারী নেতা পেলাম
তরীর মাঝি মুজিব নয়নমনি।।