বটেশ্বর থেকে ভুয়া ২ নাইজেরিয়ান নাগরিক আটক

7
র‌্যাবের অভিযানে আটক দুই নাইজেরিয়ান নাগরিক ও উদ্ধারকৃত আলামত।

স্টাফ রিপোর্টার :
শহরতলীর বটেশ্বর বাজার এলাকা থেকে ভুয়া পাসপোর্টসহ ২ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত রবিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদেরকে আটক করে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার বটেশ্বর বাজার এলাকা থেকে ভুয়া পাসপোর্ট ও ভিসাধারী ২ প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিমান টিকিট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ৪ হাজার ৩ শ’ ২০ ভারতীয় রুপি, নগদ বাংলাদেশি ১ হাজার ৩০০ টাকা, ২টি মোবাইল ও ২টি সিম জব্দ করা হয়। মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আটককৃত ২ নাইজেরিয়ান নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায় র‌্যাব।