সিলেট জেলার অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় নগরীর ধোপাদীঘির দক্ষিণপারস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষি ইন্সটিটিউশন বাংলাদেশ সিলেট অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি আফিল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিলেটের উপ-পরিচালক সালাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) বিমল চন্দ্র সোম, ডিপ্লোমা কৃষি ইন্সটিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নারায়ণ চন্দ্রনাথ, সাবেক সহ সভাপতি অরুণ কান্তি রায়, হবিগঞ্জের অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ বাহাদুর আলম, সুনামগঞ্জের চিন্তাহরণ চৌধুরী।
অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ অমল কুমার নাগ এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ আলী, গীতা পাঠ করেন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ সমরেশ পাল। স্বাগত বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষি ইন্সটিটিউশন বাংলাদেশ সিলেট জেলা শাখার আহবায়ক মোঃ তফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার অবঃ সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ আব্দুল মালিক, মফিজ আলী ও তাহেরা খানম।
দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট সিলেট জেলার অবসরপ্রাপ্ত ডিপ্লোমা কৃষিবিদ কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন :
আহবায়ক মোঃ তফাজ্জল হোসেন, যুগ্ম আহবায়ক (সাংগঠনিক) আফিল উদ্দিন তালুকদার, যুগ্ম আহবায়ক (অর্থ) মুজিবুর রহমান, যুগ্ম আহবায়ক (প্রচার) অমূল্য কুমার মালাকার, যুগ্ম আহবায়ক (দপ্তর) তাহেরা খানম, সদস্য সচিব অমল কুমার নাগ, সদস্য- মফিজ আলী, পূর্ণেন্দু তালুকদার, ইকবাল হোসেন ভূঁইয়া, আব্দুল খালিক, সমরেশ পাল, নাজিম উদ্দিন, নওরাব হোসেন। বিজ্ঞপ্তি