পাঁচ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

20

কাজিরবাজার ডেস্ক :
করোনা মহামারি পরিস্থিতির কারণে পাঁচটি আন্তর্জাতিক গন্তব্যে নতুন করে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান সংস্থাটি জানায়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো।
এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তী সময়ে জানাবে বিমান।
গত মার্চের শুরুর দিকে কোভিড-১৯ মহামারি দেখা দিলে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান। পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হলে ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল শুরু করে বিমান। এরপর ক্রমান্বয়ে কয়েকটি রুটে ফ্লাইট চালু করে বিমান।
তবে এখনো ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটে ফ্লাইট চালু করেনি বিমান।