সিলেটের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেলো জমজমাট পিঠা উৎসব। কোভিড-১৯ এর কারণে গত বছর কোনো উৎসব অনুষ্ঠিত হতে পারেনি। কিন্তু এবার আবারো একাডেমি ক্যাম্পাসে জমেছিল প্রাণের মেলা। হাজার হাজার শিক্ষার্থী-অভিভাবক ও সুধীজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।
পিঠা উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী (নাদেল), বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট কমার্স কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মুহিবুর রহমান একাডেমি, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজ-এর স্বপ্নদ্রষ্টা, বৃহত্তর সিলেট অঞ্চলে আধুনিক শিক্ষাবিস্তারের অগ্রদূত প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান। বক্তব্য রাখেন একাডেমির রেক্টর জনাবা সালমা খানম চৌধুরী, পায়রার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রহমান দুদু, ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। উপস্থিত ছিলেন একাডেমি উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিনসহ শিক্ষকমণ্ডলী।
পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী বলেন শীতের পিঠা আমাদের ঐতিহ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঐতিহ্য চর্চা ও শিক্ষার্থীদের শিকড়ের সন্ধানদানে মুহিবুর রহমান একাডেমির উদ্যোগ প্রসংশনীয়। বিশেষ অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, মুহিবুর রহমান একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা শুধু গ্রন্থগত বিদ্যাই অর্জন করছে না; বরং তারা সর্বক্ষেত্রে যোগ্য নাগরিক হিসেবে বেড়ে উঠছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন একাডেমির শিক্ষিকা মারুফা আক্তার সাথী, রাখী পাল ও শিক্ষক দীপ রায়। বিজ্ঞপ্তি