মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননার প্রতিবাদে কাজির বাজার মৎস্য পাইকার সংগঠনের মানববন্ধন

29
ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদে কাজিরবাজার মৎস্য পাইকার সংগঠনের উদ্যোগে নগরীর চৌহাট্টা পয়েন্টে মানববন্ধন।

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)কে অবমাননার প্রতিবাদে কাজির বাজার মৎস্য পাইকার সংগঠনের উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) মানববন্ধনের পূর্বে কাজির বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে চৌহাট্টা পয়েন্টে এ মানববন্ধন হয়। এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ রেদওয়ান আহমেদ বাপ্পীর সভাপতিত্বে ও সমর আলী এবং তোফায়েল আহমদ সবুজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল কাদির, মো. আব্দুল খালিক, খাজিম উদ্দিন, বাচ্চু মিয়া, শাহীন মিয়া, জাকির হোসেন, সায়েম শাহ, আব্দুল আহাদ, মো. সাইদুর রহমান, মাসুক মিয়া, ইউপি সদস্য লুৎফুর রহমান, ইমরান আহমদ, বাবলু আহমদ, আব্দুল মুক্তাদির, বদরুল আমিন, সাইফুর রহমান প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে পুরো বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে বিশ্ব নিন্দিত কাজ করেছে। রাসূলের অপমানে কোন মুসলমান বসে থাকতে পারে না। প্রয়োাজনে ফ্রান্সকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেবে। এসময় মানবন্ধনকারীদের হাতে প্লে-কার্ডে লেখা রয়েছে ফ্রান্সের সকল পণ্য বর্জনের। বিজ্ঞপ্তি