গোলাপগঞ্জ থেকে সংবাদাতা :
হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোলাপগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল ৩টায় গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় প্রিয় সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের সমাগমে ভরপুর ছিল এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ মাঠ। পৌর অভিবাবক সিরাজুল জব্বার চৌধুরীকে শেষ বিদায় দিতে এসে শোকে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন উপস্থিত হাজারো মানুষ। প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য আগত জনসাধারণকে সামাল দিতে কষ্টকর হয়ে পড়েছিলেন দায়িত্বে থাকা সবাই। তখন বাধ্য হয়ে মুখ দেখানো বন্ধ করা হয়। জানাযা শেষে রণকেলী বনবাড়ী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সিরাজুল জব্বার চৌধুরীর জানাযা পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুশ শুক্কুর, প্রয়াত মেয়রের ছোট ছেলে মাজেদ চৌধুরী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, আমি কল্পনা করতে পারিনি ভাই বন্ধু সিরাজুল জব্বার চৌধূরীকে অসময়ে হারাবো। প্রিয় সহযোদ্ধাকে হারিয়ে আজ আমি মানসিকভাবে বিপর্যস্ত মেয়র সিরাজুল জব্বারের শূন্যতা আর কোনদিন পূরণ হবে না। জানাযায় উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, মেয়র পুত্র আহমদ শরীফ চৌধুরী ও মাজেদ শরীফ চৌধুরী, হাফিজ জামিল আহমদ, মাওলানা বদর উদ্দিন। মরহুমের জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসাাইন চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট রাজনিতিবীদ এডভোকেট মাওলানা রশীদ আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য লোকমান আহমদ চৌধুরী, এয়ার কমোডর (অব.) আলাউদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, মৌলবীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমন, বড়লেখার পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী , বিয়ানীবাজার পৌসভার মেয়র আব্দুস শুক্কুর, জকিগঞ্জ পৌরসভার মেয়র খলিলুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, সিলেট জেলা বারের সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সভাপতি এডভোকেট ইইউ শহীদুল ইসলাম চৌধুরী শাহীন, সিটি কাউন্সিলর, আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদ, স্কাউট ব্যক্তিত্ব মুবিন আহমদ জায়গীরদার, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, সৈয়দ মিছবাহ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সম্পাদক, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, জেলা বিএনপি নেতা মহিউস সুন্নাহ নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, অধ্যাপক আনোয়ার চৌধুরী ,অধ্যাপক আকবর হোসেন চৌধুরী,অধ্যাপক শফিকুর রহমান চৌধূরী, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, চেয়ারম্যান নছিরুল হক শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুস সালাম আজাদ, নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর আমীর সৈয়দ নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সেক্রেটারী নজরুল ইসলাম, উপজেলা জাপার সাবেক সভাপতি আব্দুল মুকিত মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য জামিল আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী, নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সেলিম হাসান কাওছার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, সাবেক সেক্রেটারী এম এ ওয়াদুদ এমরুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সমাজের সর্বস্তরের হাজার, হাজার জনতা।