সচেতন এলাকাবাসীর বিশাল মানববন্ধনে বক্তারা ॥ হোটেল গ্রান্ড প্যালেসে মদের বার অবিলম্বে বন্ধ না করলে দুর্বার আন্দোলন

50

দেশের আধ্যাত্মিক নগরী সিলেটের অন্যতম প্রাণকেন্দ্র জল্লার পার এলাকায় হোটেল গ্রান্ড প্যালেসে মদের বার চালুর অশুভ তৎপরতা বন্ধের দাবিতে জল্লার পার, দাঁড়িয়া পাড়া, মির্জাজাঙ্গাল, জামতলা ও জিন্দাবাজারের সচেতন এলাকাবাসীর উদ্যোগে এবং দ্বীনি সংগঠন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মাওলানা খায়রুল ইসলাম। পরিচালনায় ছিলেন হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী ও ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আখতার হোসাইন। এতে উপস্থিত ছিলেন মাওলানা শাহ মমশাদ আহমদ (সহ সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম সিলেট মহানগরী), মাওলানা হাবীব আহমদ শিহাব (সভাপতি, জাতীয় ইমাম সমিতি, সিলেট মহানগরী), হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান (সহ সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম সিলেট মহানগরী), মাওলানা ছামীউর রহমান মুছা (প্রিন্সিপাল, জামেয়া মাদানিয়া কাজির বাজার), হাফিজ মাওলানা আহমদ সগীর (নায়িবে মুহতামিম, জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট), সান্তনু দত্ত সনতু (কাউন্সিলর, ১৩ নং ওয়ার্ড), গৌছুল আলম গেদু (বিশিষ্ট মুরব্বী, দাঁড়িয়া পাড়া), মাহবুবুল আলম মিলন (বিশিষ্ট ব্যবসায়ী, বন্ধু লাইব্রেরী), হাজী রাজিক মিয়া (সাবেক কাউন্সিলর, ২ নং ওয়ার্ড), এহছানুল হক তাহের (প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট কল্যাণ সংস্থা)। এছাড়া আরও উপস্থিত ছিলেন তফাজ্জুল হোসেন ইমন, সাখাওয়াত হোসেন খান শিপলু, সাইদুল হক, রাশেদ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ বলেন, নিজেদের ঐতিহ্য রক্ষায় সিলেটবাসীর বিগত দিনের দুর্বার আন্দোলনের কথা হয়তো বর্তমান প্রশাসনের জানা নেই। হযরত শাহজালাল (রহ.) এর সিলেট নগরীতে অবাধে মদের বেচাকেনা করে সিলেটের পবিত্রতা নষ্ট করা হবে আর সিলেটের জনগণ আঙ্গুল চোষবে, তা ভাবলে প্রশাসন ভুল করবে। সিলেটের কিংবদন্তী আলেমে দ্বীন বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের (রহ.) রূহানী সন্তানেরা এখনো জীবিত আছেন। তাই আমরা আশা করি, যত দ্রুত সম্ভব প্রশাসন তা বন্ধে উদ্যোগ নেবে। অন্যথায় সিলেটের আলেম-উলামা, হেফাজতে ইসলাম, ইমাম সমিতি সহ সর্বস্তরের জনতার সমন্বয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে। মানববন্ধনের সমাপ্তিলগ্নে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার প্রশাসনের নিকট নিম্নোক্ত দাবী ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন :
অত্র এলাকায় মাদকের অবাধ ছড়াছড়ি বন্ধে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।
অবিলম্বে হোটেল গ্রান্ড প্যালেসে মদের বার বন্ধ ঘোষণা দিতে হবে।
হোটেল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট থেকে বারের বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং তা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে।
ভবিষ্যতে হোটেলে কোন অনৈতিক কার্যক্রম হবে না মর্মে মুচলেকা দিতে হবে।
হোটেল গ্রান্ড প্যালেস সহ নগরীর অন্যান্য সকল বার ও সকল অসামাজিক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে হবে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের নিকট ১৪ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে গণস্বাক্ষর গ্রহণ করে স্মারকলিপি প্রদান করা হবে।
প্রশাসন যদি উক্ত দাবীসমূহের কার্যকর ভূমিকা গ্রহণ না করেন, তাহলে হেফাজতে ইসলাম সহ সিলেটের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শের ভিত্তিতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি